আন্তর্জাতিক ডেস্ক : চীনের শ্যানডংয়ে গত ডিসেম্বরে একটি খনিতে ভূমিধসের ৩৬ দিন পর ধ্বংসস্তুপ থেকে চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, ধসে পড়া জিপসাম খনি থেকে এন্ড তাদের নিরাপদে উঠিয়ে আনা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, খনি থেকে একজন বেরিয়ে আসছে এবং উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে।
গত ২৫ ডিসেম্বরে ঘটা ওই দুর্ঘটনায় ১৭ শ্রমিক খনির ভেতর আটকা পড়ে। পরে চারজনকে জীবিত অবস্থায় পাওয়া যায়। তারাই এখন উদ্ধার পেল।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, উদ্ধার পাওয়া শ্রমিকদের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। খবরটি চানচল্য সৃষ্টি করেছে।