News71.com
 International
 30 Jan 16, 02:08 AM
 960           
 0
 30 Jan 16, 02:08 AM

জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসরাইলের সম্পর্ক তলানিতে।।

জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসরাইলের সম্পর্ক তলানিতে।।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মধ্যে ‘ছোটখাটো কোনো সংকট’ চলছে না। কদিন আগে নিজ দলের এমপিদের উদ্দেশ্যে সতর্কতার সুরে কথাটি বলেছিলেন খোদ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘেও ছাড় দেননি ইসরাইলের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য গত ১৮ জানুয়ারি ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি প্রস্তাব গ্রহণ করেন। প্রস্তাবে বলা হয়েছে " আন্তর্জাতিক আইনানুযায়ী, ১৯৬৭ সালে ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড (সেটেলমেন্ট) ও ইসরাইল রাষ্ট্রকে আলাদা ভাবা হয়। ইইউও দীর্ঘদিন ধরে এ নীতি অনুসরণ করে আসছে। ইসরাইল ইস্যুতে সংস্থাটির সর্বশেষ গৃহীত প্রস্তাবটি ওই নীতির আরো সম্প্রসারিত ও কর্কশ সংস্করণ মাত্র।"

মাসকয়েক আগে ‘ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেইন অ্যাফেয়ার্স একটি প্রতিবেদন প্রকাশ করে। ইসরাইল ও ইসরাইলের দখলকৃত ভূখণ্ডকে পৃথকভাবে বিবেচনা করাকে ইইউর এ-সংক্রান্ত নীতির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত করার কড়া সুপারিশ করা হয়েছিল প্রতিবেদনটিতে। ইউরোপিয়ান কূটনীতিকরা বলছেন, গৃহীত প্রস্তাবটি ওই প্রতিবেদনেরই ধারাবাহিক একটি রূপ মাত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন