নিউজ ডেস্ক : প্রকৃতির অদ্ভুত এক খামখেয়ালিপনা যেন দেখল মরুর দেশ কুয়েত । সারা বিশ্বকে তাক লাগিয়ে প্রচন্ড গরমকে উপেক্ষা করে উপসাগরীয় দেশটিতে এই প্রথমবার বরফ পড়ল। স্মরাণাতাতীত কাল থেকে কুয়েতে বরফ পড়ার কোনো নজির নেই। এদিকে নজির সৃষ্টি করে কুয়েতে বরফ পড়ার ছবি নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক ।
কুয়েতের আবহাওয়া দপ্তর জানায়, আকস্মিক এই তুষারপাতের কারনে গত কয়েকদিনে কুয়েতের তাপমাত্রা খুব নেমে গিয়েছে। সাধারনত গরমকালে কুয়েতের তাপমাত্রা সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। শীতে এখানকার তাপমাত্রা সাধারণত ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। কিন্তু এবার তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে গেছে। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের কারনে কুয়েতে তুষারপাতের মত এই অকল্পনীয় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।