আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় তুষারধ্বসে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই তুষার সরানোর কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরীয় সময় শুক্রবার দুপুর দেড়টার দিকে (বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে তিনটা) কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার রবসন উপত্যকা এলাকায় ম্যাকব্রিড গ্রামের কাছে মাউন্ট রেনশ এলাকায় এ ধ্বসের ঘটনা ঘটে । রয়্যাল কানাডীয় মাউন্ট পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনাস্থলে আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তার অনুসন্ধান চলছে। উদ্ধার ও অনুসন্ধান কাজে বেশ কয়েকটি হেলিকপ্টারকে কাজে লাগানো হয়েছে। তবে রাত হয়ে গেলে হেলিকপ্টারগুলো প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।