News71.com
 International
 30 Jan 16, 02:03 AM
 948           
 0
 30 Jan 16, 02:03 AM

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৩২ হাজার কোটি টাকা লোপাট।।সুইস তদন্ত কমিটি

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৩২ হাজার কোটি টাকা লোপাট।।সুইস তদন্ত কমিটি

আন্তর্জাতিক ডেস্ক : মালেয়েশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট বারহেদের (ওয়ানএমডিবি) তহবিল থেকে ৪০০ কোটি ডলার (প্রায় ৩২,০০০ হাজার কোটি টাকা) চুরির অভিযোগ উঠেছ্। সুইজারল্যান্ড এর অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে । দেশটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ অভিযোগ জানিয়েছেন।

মালয়েশিয়ার নতুন অর্থনৈতিক খাত ও সামাজিক উন্নয়নে বড় আকারে বিনিয়োগের জন্য ওয়ানএমডিবি তহবিল চালু করা হয়। সুইজারল্যান্ড এই তহবিলে ১১ শ কোটি ডলার বিনিয়োগ করে। এই প্রকল্পে অর্থ নয়ছয়ের বিষয়টি সামনে আসলে গত বছর চুরির অভিযোগ খতিয়ে দেখতে ‘সরকারি বিদেশি কর্মকর্তাদের সন্দেহজনক দুর্নীতি, জনস্বার্থের পরিপন্থী কাজকর্ম , অসৎ ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং’ নামে তদন্ত কমিটি গঠন করেছে সুইস কর্তৃপক্ষ। সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবের বলেছেন, "প্রাথমিক তদন্তে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান থেকে অর্থ সরিয়ে নেওয়ার গুরুতর লক্ষণ পাওয়া গেছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন