আন্তর্জাতিক ডেস্ক : মালেয়েশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট বারহেদের (ওয়ানএমডিবি) তহবিল থেকে ৪০০ কোটি ডলার (প্রায় ৩২,০০০ হাজার কোটি টাকা) চুরির অভিযোগ উঠেছ্। সুইজারল্যান্ড এর অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে । দেশটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ অভিযোগ জানিয়েছেন।
মালয়েশিয়ার নতুন অর্থনৈতিক খাত ও সামাজিক উন্নয়নে বড় আকারে বিনিয়োগের জন্য ওয়ানএমডিবি তহবিল চালু করা হয়। সুইজারল্যান্ড এই তহবিলে ১১ শ কোটি ডলার বিনিয়োগ করে। এই প্রকল্পে অর্থ নয়ছয়ের বিষয়টি সামনে আসলে গত বছর চুরির অভিযোগ খতিয়ে দেখতে ‘সরকারি বিদেশি কর্মকর্তাদের সন্দেহজনক দুর্নীতি, জনস্বার্থের পরিপন্থী কাজকর্ম , অসৎ ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং’ নামে তদন্ত কমিটি গঠন করেছে সুইস কর্তৃপক্ষ। সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবের বলেছেন, "প্রাথমিক তদন্তে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান থেকে অর্থ সরিয়ে নেওয়ার গুরুতর লক্ষণ পাওয়া গেছে।"