নিউজ ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের কামদুনিতে কলেজ পড়ুয়াকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে ৩ জনকে মৃত্যুদনড ও ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে কলকাতার একটি আদালত।সাজা ঘোষণার আগে শুনানিতে বিচারকের সামনে নিজেদের নির্দোষ বলে দাবি কামদুনির দোষীরা। দোষীদের দাবি খারিজ করে আদালত তিনজনকে ফাঁসি ও তিনজনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
গতকালের সাজা নিয়ে শুনানিতে অবশ্য দোষী সাব্যস্ত ছ’জনই নিজেদের নির্দোষ বলে দাবি করে। দু’পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শেষে বিচারক সঞ্চিতা সরকার দোষীদের বক্তব্য জানতে চান। আদালতের সামনে সকলেই নিজেদের নির্দোষ দাবী করে মুক্তির আবেদন জানান।
উল্লেখ্য যে নৃশংস ঘটনা এই ছ’জন ঘটিয়েছে, তাতে এদের সাজা কমানোর কোনও প্রশ্নই নেই। অনেকে বলছেন, ২০১৩ সালের ৭ জুন যেরকম বীভৎসভাবে কামদুনির কলেজছাত্রীকে গণধর্ষণ ও খুন করা হয়েছিল, তারপর আর দোষীদের কান্না বা নিজেকে নির্দোষ দাবি করা মোটেই যথেষ্ট নয়। আদালতের রায়েও দোষীদের সেই দাবি খারিজই হয়ে গিয়েছে।