আন্তরজাতিক ডেস্ক : ইউরোপে পৌঁছার পর অন্তত ১০ হাজার অভিভাবহকীন শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের অনেকেই সংঘবদ্ধ পাচারকারীদের কবলে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের অপরাধ বিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল এ তথ্য জানিয়েছে।
ইউরোপোল প্রধান ব্রায়ান ডোনাল্ড জানিয়েছেন, হাজার হাজার শিশু ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর তাদের আর খুজে পাওয়া যাচ্ছেনা। এদের মধ্যে শুধুমাত্র ইতালিতেই ৫ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এছাড়াও সুইডেনে খোঁজ নেই আরো এক হাজার শিশুর । অত্যাধুনিক একটি প্যান ইউরোপীয় অপরাধী চক্র শরণার্থী শিশুদের টার্গেট করছে।
ব্রায়ান ডোনাল্ড বলেন এই শিশুরা কোথায় আছে, কী করছে আর কাদের সঙ্গেই বা আছে আমরা তার কিছুই জানিনা। শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গত বছর ইউরোপে প্রায় ২৬ হাজার শরণার্থী শিশু এসেছে। যে ১০ লাখেরও বেশি শরণার্থী গত বছর ইউরোপে প্রবেশ করেছে তাদের ২৭ শতাংশই শিশু ও কিশোর।