News71.com
 International
 31 Jan 16, 05:22 AM
 945           
 0
 31 Jan 16, 05:22 AM

আরো ২টি পরমাণু স্থাপনা নির্মাণ করবে ইরান: সালেহি

আরো ২টি পরমাণু স্থাপনা নির্মাণ করবে ইরান: সালেহি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে খুব শিগগিরই আরো দু’টি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি আজ প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দু’টি নতুন পরমাণু চুল্লি চালু করার জন্য এরইমধ্যে কাজ শুরু হয়ে গেছে।

রাশিয়ার ও ইরানের যৌথ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে এসব চুল্লি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে ইরান।উল্লেখ্য ইরানে আটটি নতুন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য ২০১৪ সালের নভেম্বরে মস্কোর সঙ্গে চুক্তি সই করে তেহরান।

প্রসঙ্গত বলা প্রয়োজন জাতিসংঘের সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার সংরক্ষিত আছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের এই অধিকার সংরক্ষিত হয়েছে ।এটি তেহরানের জন্য গুরুত্বপূর্ণ কুটনৈতিক অর্জন। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন