নিউজ ডেস্ক : আজ ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে যোগদিতে গতকাল রবিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব দিল্লী গেছেন। দিল্লীতে অবস্হান কালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাক্ষাত করবেন।
এবারের পররাষ্ট্র সচিব পর্যায়ের সভায় তিস্তার পানি বন্টন চুক্তি ও সীমান্ত হত্যাকা-কে প্রাধান্য দেয়ার কথা রয়েছে। তবে এই সফরেও তিস্তা চুক্তির বিষয়ে তেমন কোন কার্যকর অগ্রগতি নাও হতে পারে।এবারও হয়তো শুধু আশ্বাস নিয়েই ফিরতে হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হককে। এ ছাড়াও বৈঠকে ভারতীয় সহায়তায় বাংলাদেশে যেসব প্রকল্পের কাজ চলছে তা নিয়েও আলোচনা হবে ।