নিউজ ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের গুলি ,বোমা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্ততপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েকশ। আগুনে ভস্মীভূত হয়েছে অনেক বাড়ীঘর । পুড়েগেছে গবাদি পশুও।
দেশটির দালোরি নামক গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, গ্রামটির বাড়ি-ঘর এবং গবাদি পশু পুড়িয়ে ছাই করেছে জঙ্গীরা । সরকারি সুত্র এই হামলায় অন্ততপক্ষে ৫০জন নিহত হয়েছেন বলে জানালেও রয়টার্সের একজন প্রতিবেদক হাসপাতালের মর্গে ৬৫টি লাশ গুণেছেন বলে জানিয়েছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মোটরবাইক ও লরিতে করে এসেছিলেন। তাদের পরনে ছিল সেনা বাহিনীর পোশাক।
নাইজেরিয়ার প্রতিবেশী রাষ্ট্র চাদেও রোববার বোকো হারাম জঙ্গিরা প্রাণঘাতী বোমা হামলা চালিয়ে ৬/৭ জনকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
উল্লেখ্য গত ছয় বছরে আফ্রিকার এই ইসলামি জঙ্গি গোষ্ঠীটির বিভিন্ন হামলায় বেশ কয়েক হাজার মানুষ নিহত ও ২০লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।