আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে তৃণমূলকে হঠাতে বামেদের সঙ্গে জোটই একমাত্র বিকল্প। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আগে এমনটাই সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। গতকাল দিল্লিতে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে বিশেষ জরুরী বৈঠকে বসেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব। আজ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে এই বার্তাই তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস।
রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আগেই বামেদের সঙ্গে জোট গড়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিল প্রদেশে কংগ্রেসের শীর্ষ নেতারা। যেকোন মুল্যে তৃণমূল কংগ্রেসকে হঠাতে সম্মানজনক শর্তে বামেদের সঙ্গে জোটই একমাত্র বিকল্প। সিদ্ধান্ত রাজ্য কংগ্রেস নেতৃত্বের। দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন অধীর চৌধুরি, সোমেন মিত্র ,মান্নান হোসেন, মানস ভুঁইঞা , দীপা দাশমুন্সি ,অভিজিত্ মুখোপধ্যায় সহ অন্যান্য সাংসদ ও নেতারা।
উল্লেখ্য , ইতিমধ্যেই কংগ্রেস নেতা নীলাঞ্জন রায় অমিতাভ চক্রবর্তীরা রাহুল গান্ধীর কাছে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, বামেদের সঙ্গে জোট হলে ১০২ আসন কংগ্রেসের হাতে থাকা উচিত। আর একক শক্তিতে লড়াই করলে ১৭০টি আসনে জামানত বাজেয়াপ্ত হবে কংগ্রেসের। এই অবস্থায় প্রদেশের সমস্ত শীর্ষ নেতার এই দাবি রাহুল মেনে জোটের পক্ষে সায় দেবেন না কি ভিন্ন মত পোষণ করবেন বেটাই এখন দেখার।