News71.com
 International
 02 Feb 16, 07:25 AM
 894           
 0
 02 Feb 16, 07:25 AM

দীর্ঘ ২৮ রছর পর নবজাতকের মুখ দেখল ইতালির ওস্তানা

দীর্ঘ ২৮ রছর পর নবজাতকের মুখ দেখল ইতালির ওস্তানা

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ওস্তানা শহরে দীর্ঘ ২৮ বছর পর সেখানে জন্ম হল এক শিশুর। ছোট্ট ওই শহরটির মেয়র গিয়াকো লোম্বার্ডো জানিয়েছেন, তাঁদের স্বপ্ন সত্যি হল। শিশুটির জন্মে সমগ্র শহরে আনন্দের ঢল।

অবিশ্বাস্য হলেও সত্য এই শহরের জনসংখ্যা মোট ৮৫। তাও আবার সদ্যোজাত শিশু সন্তান পাবলো-কে নিয়ে। শহরের মেয়র জানিয়েছেন, ওই শহরের জনসংখ্যা দিন দিন ক্রমশ কমে আসছে। শুধু ওস্তানাই নয়, ইতালির বহু গ্রাম ও শহরেই জনসংখ্যা ভীষণ রকম কমে আসছে। ১৯৭৫ থেকে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

১৯৭৬ থেকে ১৯৮০ সালের মধ্যে ওই শহরে মাত্র ১৭ টি শিশুর জন্ম হয়েছে। ৮০ সালের পর ২০১৬ তে জন্ম নিল একমাত্র পাবলো। পাবলো-র জন্ম উপলক্ষ্যে একটা বিশাল পার্টির আয়োজন করা হবে বলে জানিয়েছেন মেয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন