News71.com
 International
 02 Feb 16, 07:36 AM
 975           
 0
 02 Feb 16, 07:36 AM

এসএসবি'র প্রথম মহিলা প্রধান হলেন আইপিএস অর্চনা রামসুন্দরম।।

এসএসবি'র প্রথম মহিলা প্রধান হলেন আইপিএস অর্চনা রামসুন্দরম।।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রথম মহিলা প্রধান পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। আজ মঙ্গলবার এই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আইপিএস অর্চনা রামসুন্দরম।অন্যদিকে, কে দূর্গা প্রসাদ এবং কে কে শর্মাকে যথাক্রমে সিআরপিএফ ও বিএসএফ-এর অধিকর্তা হিসেবে নিযুক্ত করেছে সরকার।

প্রধানমন্ত্রীর অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে এনসিআরবি)
অধিকর্তা অর্চনাকে অবিলম্বে এসএসবি-র ডিজি পদে নিয়োগ করা হল। এই পদে তিনি আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন।

৫৮ বছরের কেরল ক্যাডারের এই আইপিএস অফিসার হলেন প্রথম মহিলা যাঁকে দেশের কোনও আধাসামরিক বাহিনীর প্রধান নিযুক্ত করা হল। মূলত, নেপাল ও ভূটান সীমান্তে পাহারা দেয় এসএসবি। উল্লেখ্য ভারতের মোট পাঁচটি আধাসামরিক বাহিনী রয়েছে। এসএসবি, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ ও আইটিবিপি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন