News71.com
 International
 04 Feb 16, 08:17 AM
 1050           
 0
 04 Feb 16, 08:17 AM

ভারতে সীমান্তে অনুপ্রবেশকারী দেখামাত্র গুলির নির্দেশ ।।

ভারতে সীমান্তে অনুপ্রবেশকারী দেখামাত্র গুলির নির্দেশ ।।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিম সীমান্তে অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি করা হবে। গতকাল এমনই নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাঠানকোট বিমানঘাটিতে হামলার পর ভারতের পশ্চিমাঞ্চলের বিমানবাহিনীর ঘাঁটিগুলোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। পাঠানকোটসহ পশ্চিমাঞ্চলের বিমানবাহিনীর ঘাঁটি গুলোর উদ্দেশ্য বলা হয়েছে, প্রয়োজনে বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে নিরাপত্তার নতুন বিধিমালা প্রণয়ন করা হবে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জঙ্গি হামলা রুখতে ভারতের নিরাপত্তাব্যবস্থাকে ঢেলে সাজাতে এখন মরিয়া তারা। এরই মধ্যে দেশটির গোয়েন্দা বাহিনী চলতি বছরের শুরু থেকে দুটি বড়সড় জঙ্গি হামলার সতর্কবার্তা দিয়ে রেখেছে। এ পরিস্থিতির মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলের সব বিমানবাহিনীর ঘাঁটিতে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় বিমান ঘাঁটির আশপাশে সন্দেহভাজন কাউকে দেখলেই কিংবা অনুপ্রবেশকারী চিহ্নিত হলেই বিমানবাহিনীকে গুলির নির্দেশ দিয়েছেন তিনি। গত মাসে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানবাহিনীর ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায়।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের প্রধান ৫৫টি বিমানবাহিনীর ঘাঁটিতে এখন থেকে নিরাপত্তার দায়িত্ব নেবেন কমান্ডোরা। ইতিমধ্যেই এ জন্য অতিরিক্ত ১০ স্কোয়াড্রন কমান্ডো গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ভারতের বিমানবাহিনীর ঘাঁটিগুলোর নিরাপত্তাব্যবস্থা আরো জোরদারে ছয় থেকে আট হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা বাড়াতে প্রতিটি বিমানবাহিনীর ঘাঁটিতে বৈদ্যুতিক কাঁটাতারের বেড়া ও মোশন সেন্সরের ব্যবস্থাও করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন