News71.com
 International
 05 Feb 16, 11:21 AM
 920           
 0
 05 Feb 16, 11:21 AM

মিনিটে ২৮ বার বিদ্যুৎ চমকে গ্রীনিস বুকে স্হান পেল ভেনিজুয়েলার মারাকাইবো লেক।।

মিনিটে ২৮ বার বিদ্যুৎ চমকে গ্রীনিস বুকে স্হান পেল ভেনিজুয়েলার মারাকাইবো লেক।।

নিউজ ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বেশী বাজ পড়ার কারনে গ্রিনিস বুকে স্থান পেল ভেনিজুয়েলার মারাকাইবো লেক। প্রতি মিনিটে এখানকার আকাশে গড়ে ২৮ বার বিদ্যুৎ চমকাতে দেখা যায়। বিজ্ঞানীরা বলছেন, সারা বিশ্বে ভেনিজুয়েলার মারাকাইবো লেকই হল এমন একটি স্থান যেখানে সব থেকে বেশি সময় জুড়ে বিদ্যুৎ চমকানো বা বাজ পড়তে দেখা যায়।

উল্লেখ্য বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই এখানে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। আমেরিকার মহাকাশ গবেষনা কেন্দ্র নাসা থেকে একটি স্যাটেলাইট ভেনিজুয়েলার এই মারাকাইবো লেকের ওপর নজরদারি করছে। কেন এমনটা হচ্ছে তা নিয়ে গবেষণা করে এখনও কোনো কূল-কিনারা করা সম্ভব হয়নি। তবে গবেষণার গতি আরো বেড়েছে। বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন