News71.com
 International
 05 Feb 16, 12:15 PM
 892           
 0
 05 Feb 16, 12:15 PM

মরনব্যাধি জিকা ভাইরাসের দুটি প্রতিষেধক আবিষ্কার করল ভারত।।

মরনব্যাধি জিকা ভাইরাসের দুটি প্রতিষেধক আবিষ্কার করল ভারত।।

নিউজ ডেস্ক : এই মুহুর্তে বিশ্ববাসির আতঙ্ক জিকা ভাইরাসের দুটি প্রতিষেধক তৈরি করেছে ভারতীয় বায়োটেকলনজি ফার্ম। এমনটাই দাবি করল হায়দরাবাদের ভারত বায়োটেক একটি বায়োটেকলনজি ফার্ম। ভারত বায়োটেক নামে ওই সংস্থার দাবি দুহাজার পনেরো থেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পাশাপাশি জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজও শুরু করে তারা। দীর্ঘ গবেষনা ও পরীক্ষা নিরিক্ষার পর তারা সফলতা পেয়েছে। আগামী দুসপ্তাহের মধ্যেই এ প্রতিষেধক গুলি পরীক্ষামূলক প্রয়োগ করা হবে বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক।

উল্লেখ্য এই মুহুর্তে জিকা ভাইরাস আতঙ্ক সারা বিশ্বে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাস থেকে রক্ষা পেতে সারা দুনিয়া জুড়ে জরুরী অবস্হা জারি করেছে । ঠিক এই সময়ে ভারতীয় প্রতিষ্ঠান "ভারত বায়োটেক" জিকা ভাইরাসের প্রতিশেধক আবিষ্কার করায় বিশ্ব জুড়ে সুনাম কুড়াবে। জনমনে আনবে ষষ্ঠী সস্থি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন