News71.com
 International
 06 Feb 16, 12:19 PM
 1063           
 0
 06 Feb 16, 12:19 PM

১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের বৈধকরণ শুরু ।। উপপ্রধান মন্ত্রী জাহিদ হামিদী

১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের বৈধকরণ শুরু ।। উপপ্রধান মন্ত্রী জাহিদ হামিদী

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মালয়েশিয়াতে অবৈধভাবে কর্মরত বাংলাদেশী সহ বিদেশী শ্রমিকরা বৈধতা পাচ্ছেন । আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে দেশটিতে প্রায় ২০ লাখেরও বেশী অবৈধ শ্রমিক রয়েছে বলে সরকারি সুত্রে জানাগেছে। মালয়েশিয়ান সরকারের এ পদক্ষেপেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে কুয়ালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। খবরটি জানাজানি হওয়ায় মালয়েশিয়ায় অবস্থানরত শ্রমিক ও বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবার সকলের মধ্য খুশির জোয়ার বইছে।

গতকাল শুক্রবার মালয়েশিয়ার পুত্রজায়ায় নিজ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানান, "প্রাথমিক পর্যায়ে বৈধকরণ প্রক্রিয়া চলবে তিন মাস পর্যন্ত। সরকারের পাশাপাশি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরাও শ্রমিকদের বৈধতার জন্য নিবন্ধন করতে পারবেন। সে ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে যেতে হবে তাদের। জাহিদ হামিদি বলেন, নতুন এই পদ্ধতির মাধ্যমে দেশটিতে অবৈধ থাকা ২০ লাখ বিদেশি শ্রমিক বৈধতা পাবেন। এ ছাড়া অনলাইন পদ্ধতিতে দালালদের ওপর নির্ভরশীলতা কমবে। "

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক পার্লামেন্টে বাজেট বক্তব্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরতদের বৈধ করার ঘোষণা দিয়েছিলেন। এর কয়েক দিন পর সে দেশের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি নিবন্ধন শুরুর ডেটলাইন ঘোষণা করলেন। মন্ত্রীর এ ঘোষণায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবার পরিজনদের মধ্যেও সৃষ্টি হয়েছে আনন্দের জোয়ার। ইতিমধ্যই মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামও বিষয়টিকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন