News71.com
 International
 07 Feb 16, 11:23 AM
 986           
 0
 07 Feb 16, 11:23 AM

সমস্ত হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়েই আজ দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।।

সমস্ত হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়েই আজ দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।।

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহলের সমস্ত হুমকি-ধমকি ও হুঁশিয়ারির তোয়াক্কা না-করেই আজ রোববার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্র নয়; তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠাতেই এই রকেট উৎক্ষেপণ করেছে।

উল্লেখ্য গত মাসেই উত্তর কোরিয়া জাতিসংঘকে জানিয়েছিল, তারা ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠাতে রকেট উৎক্ষেপণ করবে। কিন্তু গতকালই দেশটির পক্ষ থেকে এ তারিখ পরিবর্তন করে উৎক্ষেপণের সময় ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি বলে জানানো হয়। উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণের পদক্ষেপের বিষয়ে এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল।

জাপান হুঁশিয়ারি দিয়েছিল, উত্তর কোরিয়া কোনো রকেট বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেই সেটিকে ধ্বংস করবে সেনাবাহিনী। তবে রোববার রকেটটি উৎক্ষেপণের পর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পিয়ংইয়ং জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়া অতিক্রম করেছে।

এদিকে রকেট উৎক্ষেপণের এ ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ, জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ তিনটি রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একে ‘জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন’ বলে দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন