News71.com
 International
 07 Feb 16, 12:12 PM
 987           
 0
 07 Feb 16, 12:12 PM

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে সরাসরি-মুখামুখি বিতর্ক শুরু।।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে সরাসরি-মুখামুখি বিতর্ক শুরু।।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের ভোটের মাত্র তিন দিন আগে আজ রোববার রিপাবলিকান দলের সাতজন প্রেসিডেন্ট প্রার্থী এ বিতর্কে অংশ নিয়েছেন। উল্লেখ্য, আজকের এ বিতর্ক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য ১২তম সরাসরি ও মুখোমুখি আলোচনা।

গত সপ্তাহের বিতর্কে আইওয়ায় অনুষ্ঠিত ককাসে জয়ী হয়েছিলেন টেক্সাস সিনেটর টেড ক্রুজ। আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ছিল দ্বিতীয়। ওই ককাসের আগে উপস্থাপিকা বিতর্কের কারণে ফক্স টেলিভিশন আয়োজিত বিতর্কে অংশ নেননি ট্রাম্প। তবে এবার বিতর্কে অংশ নিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে অল্প ব্যবধানে তৃতীয় অবস্থানে ছিলেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তবে রুবিওর জনপ্রিয়তা বেশ দ্রুত বেড়েছ বলে মন্তব্য শোনা যাচ্ছে নির্বাচন বিশ্লেষকদের কাছ থেকে।

আজকের বিতর্কে অন্যরা হচ্ছেন ওহাইওর জন কেসিক, নিউ জার্সির ক্রিস ক্রিষ্টি এবং ফ্লোরিডার জেব বুশ এবং অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন। নির্বাচনী জরিপে এই দলের আরেক প্রেসিডেন্ট প্রার্থী সাবেক কর্পোরেট নির্বাহী কার্লি ফিওরিনার সূচক কম থাকায় বিতর্ক আয়োজকদের বিবেচনায় তিনি প্রধান বিতর্কে অংশ নিতে পারেননি। তিনি এর প্রতিবাদ করেছেন; বলেছেন এটি অন্যায়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিতব্য ককাসে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থীদেরও বাছাই করবেন ভোটাররা। এ দলের প্রধান দুই প্রার্থী– সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভার্মন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে অবশ্য ওই ককাসের আগে আর মুখোমুখি কোনো বিতর্ক হচ্ছে না। এর আগে আইওয়া ককাসে স্যান্ডার্সের সঙ্গে ক্লিনটন জিতেছেন অত্যন্ত সামান্য ব্যাবধানে। তবে স্যান্ডার্স, যিনি নিজেকে বলেন একজন ডেমোক্রেটিক সোশালিষ্ট, আশা করছেন আসছে প্রাইমারীতে বড় জয় পাবেন।

নভেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরী নির্ধারিত হবেন; যিনি ২০১৭ সালের জানুয়ারী থেকে নিযুক্ত হবেন যুক্তরাষ্ট্রের ৪৫ তম নির্বাচিত প্রসিডেন্ট হিসেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন