News71.com
 International
 07 Feb 16, 12:47 PM
 967           
 0
 07 Feb 16, 12:47 PM

লস্কর নেতা সাঈদের প্রকাশ্য হুমকি ।। ভারত-পাক সাম্ভব্য শান্তি আলোচনায় অচলাবস্থা

লস্কর নেতা সাঈদের প্রকাশ্য হুমকি ।। ভারত-পাক সাম্ভব্য শান্তি আলোচনায় অচলাবস্থা

নিউজ ডেস্ক : ভারত- পাক শান্তি আলোচনা আবারও বড়সড় ধাক্কা খেল। লস্কর নেতা সাঈদের হুমকির কারনে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লী। ফলে সাম্ভব্য দুদেশের বৈঠকে আবারও সৃষ্টি হল অচলাবস্থা। পাক প্রধানমন্ত্রী মিয়া নওয়াজ শরীফের জঙ্গী বিরোধী পদক্ষেপ যে কোন কাজে আসছে না সাঈদের প্রকাশ্য ব্ক্তব্যে এমনটাই মনে করছে ভারতীয় কতৃপক্ষ ।

উল্লেখ্য সম্প্রতি পাক অধিকৃত কাশ্মিররে এক জনসভায় লস্কর নেতা সাঈদ ভারতকে হুমকি দিয়ে বলেন,পাঠানকোটের মতো আবারও ভারতে বড় ধরনের হামলা হবে । আর এই হুমকির জেরে আরও একবার পাক-ভারত আলোচনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পাক-অধিকৃত কাশ্মিরে সাইদের এই ঘোষণায় উদ্বিগ্ন দিল্লি।

গত বুধবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি জনসভায় হাফিজ পাঠানকোটে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় ৭ জন বায়ুসেনা জওয়ানের মৃত্যর প্রসঙ্গ টেনে বলেন এমন আরও হামলা হওয়ার সম্ভবনা রয়েছে।

সাইদের এই ঘোষণার পরে দিল্লির আশঙ্কা, নওয়াজ শরিফের জঙ্গি নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যত কোন কাজেই আসছে না।কাশ্মীরে এক জনসভায় জঙ্গিনেতা হাফিজ সাইদ বলে, ‘‘কাশ্মিরে গণহত্যা চালিয়ে যাচ্ছে আট লাখ ভারতীয় সেনা। আত্মরক্ষায় কাশ্মিরিদের পাঠানকোটের ধাঁচে আক্রমণ চালানোর অধিকার আছে।” সাইদ আরও বলেন, ‘‘একটা পাঠানকোট হয়েছে। চাইলে আরও হতে পারে।”

ভারতীয় গোয়েন্দাদের মতে, নাশকতামূলক কার্যকলাপে যুবকদের নিয়োগ করতে ভারত-বিরোধী মদদ দিচ্ছে সাইদ।পাঠানকোট হামলার তিব্র নিন্দা জানিয়েছে পাক সেনা এবং আইএসআই প্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন