News71.com
 International
 06 Jun 16, 11:44 AM
 615           
 0
 06 Jun 16, 11:44 AM

বেলজিয়ামে দুটি ট্রেনের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ৪০ যাত্রী....

বেলজিয়ামে দুটি ট্রেনের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ৪০ যাত্রী....

আন্তর্জাতিক ডেস্কঃ বেলজিয়ামের ইয়েজ শহরের কাছে এহামার্লো সু হুই শহরে দুটি ট্রেনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিনগত গভীর রাতে একই লাইনে থাকা একটি মালবাহী ট্রেনকে একটি দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তাছাড়া এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এহামার্লো সু হুইয়ের মেয়র।

বেলজিয়াম রেলওয়ের এসএনসিবি এক বিবৃতিতে জানা যায়, “প্রায় ৪০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন একই লাইনে থাকা অপর একটি মালবাহী ট্রেনের উপর আঘাত হানে। এতে ট্রেনটির ছয়টি বগির মধ্যে দুটি লাইনচ্যুত হয়।”

উল্লেখ্য, যাত্রীবাহী ট্রেনটি ইয়েজ ও নামুরের মধ্যে চলাচল করছিল। মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেওয়ার সময় এটি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে চলছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন