News71.com
 International
 08 Feb 16, 01:20 AM
 988           
 0
 08 Feb 16, 01:20 AM

আইএস সহ জঙ্গী গোষ্ঠি গুলোর উত্থানের পেছনে পাকিস্তানের সরকারি গোয়েন্দা সংস্হাই দায়ী ।। নিউইয়র্ক টাইমস

আইএস সহ জঙ্গী গোষ্ঠি গুলোর উত্থানের পেছনে পাকিস্তানের সরকারি গোয়েন্দা সংস্হাই দায়ী ।। নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক : এই মুহূর্ত বিশ্বের আতংক জঙ্গী গোষ্টি আইএস এর উত্থানের পিছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। গত কয়েক দশক ধরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো এসব জঙ্গী গোষ্ঠীর 'ব্যবস্থাপক' হিসেবে কাজ করছে। আর আজ এসব জঙ্গী গোষ্ঠির সন্ত্রাসী কর্মকান্ড গোটা মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া, ইরাক ও লিবিয়ায় বাপক ভাবে বিস্তার লাভ করেছে। পরিস্থিতি এতটাই ভয়ংকর আঁকার ধারন করেছে যে ,পাকিস্তান নিজেই প্রতিনিয়ত এদের সন্ত্রাসী কর্মকান্ডের স্বীকার হচ্ছে। আর এসকল জঙ্গী গোষ্টি সময়ের সাথে তাল মিলিয়ে মধ্যপ্রাচ্যের গন্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকা সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দৈনিক নিউইযর্ক টাইমস আজ এ খবর দিয়েছে।

নিউইযর্ক টাইমসের আজকের উপসম্পাদকীয়তে বলা হয়েছে, "আফগানিস্তানে পাকিস্তান-ই তালিবান হামলার সুযোগ করে দিয়েছে এ ব্যাপারে বিশেষজ্ঞরা পর্যাপ্ত তথ্য-প্রমাণ পেয়েছেন"। উপ-সম্পাদকীয়টিতে বলা হয়, 'পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের ব্যবহার শুধু আফগানিস্তানের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। দেশটি বেশ কয়েকটি আন্তর্জাতিক যুদ্ধ বা দ্বন্দ্বেও হস্তক্ষেপ করছে।'

আমেরিকার জনপ্রিয় এ দৈনিকটির বরাত দিয়ে পিটিআই বলছে, 'পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো আন্তর্জাতিক জিহাদি গোষ্ঠীগুলোর ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট রয়েছে। এমনকি এই মুহূর্তের বিশ্বের ত্রাস আইএসের উত্থানের পেছনেও তারা জড়িত।'

উপ-সম্পাদকীয়তে আরো বলা হয়, পাকিস্তানি গোয়েন্দাসংস্থাগুলোর দীর্ঘ 'হাতিয়ার' হিসেবে পরিচিত দেশটির মাদরাসাগুলো পস্তুন ও উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের উপজাতির লোকদেরকে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন