News71.com
 International
 08 Feb 16, 11:06 AM
 873           
 0
 08 Feb 16, 11:06 AM

ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেস এর ওয়েবসাইট হ্যাক করল সন্দেহভাজন পাকিস্তানি হ্যাকাররা।

ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেস এর ওয়েবসাইট হ্যাক করল সন্দেহভাজন পাকিস্তানি হ্যাকাররা।

সোহাগ সরকার, কলকাতা থেকে: ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেস (আইআরএস) ওয়েবসাইট হ্যাক করল সন্দেহভাজন পাকিস্তানি হ্যাকাররা। আয়কর দফতরের আধিকারিকরা (যাঁরা এই ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন) জানান, ওয়েবসাইটকে গত শনিবার সকালে হ্যাক করা হয়। সেই থেকে তা কার্যত অচল হয়ে রয়েছে। হ্যাকাররা ‘পাকিস্তান জিন্দাবাদ’ এবং ‘আমরা পাক সাইবার হানাদার দল’ জাতীয় বার্তা ওয়েবসাইটে পোস্ট করা হয়। প্রসঙ্গত, ওয়েবসাইটটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি) এবং আয়কর দফতরের মধ্যে যাবতীয় সরকারি কাজের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।

হ্যাকিং-এর খবর আইআরএস-এর তরফে থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া (সার্ট-ইন)-কে। মূলত, এই সংস্থাই ভারতে বিভিন্ন প্রকার হ্যাকিং-হামলার মোকাবিলা করে থাকে। আইআরএস-এর তরফে জানানো হয় যে, এই ওয়েবসাইটটি পাবলিক ডোমেন (সরকারি কাজের জন্য হওয়ায়) হওয়ায়, সেখানে কোনও গোপন বা সংবেদনশীল তথ্য ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন