News71.com
 International
 08 Feb 16, 12:45 PM
 926           
 0
 08 Feb 16, 12:45 PM

ভারতে হিন্দু দেবতা রামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ করল আদালত।।

ভারতে হিন্দু দেবতা রামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ করল আদালত।।

নিউজ ডেস্ক : সীতার প্রতি অন্যায্য আচরণ করেছেন হিন্দু দেবতা রাম, এমন অভিযোগে দেবতার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছেন ভারতীয় আইনজীবী চন্দন কুমার সিং। মামলার আর্জিতে বলা হয় "রাবণের কাছ থেকে উদ্ধারের পর রাম সীতাকে তার পবিত্রতার পরীক্ষা দিতে বলেছিলেন। তার মানে সীতাকে রাম বিশ্বাস করেননি। এ আচরণের মাধ্যমেই দেখা যাচ্ছে, নারীর প্রতি হীন দৃষ্টিভঙ্গি সেই প্রাচীন সময়েও পোষণ করা হতো। "

ভারতের বিহারের একটি আদালতে এই বিষয়টি নিয়ে আর্জি জানান তিনি। তবে, বিষয়টিকে বাস্তবসম্মত ফরিয়াদ নয় বলে গত সপ্তাহে সে তা খারিজ করে দিয়েছে আদালত। ফলে দেবতার বিরুদ্ধে মামলার বিষয়টি হাস্যকর শোনালেও মি. সিং আবারো এ বিষয়ে মামলা রুজু করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি। তবে, মি. সিং এ কাজ গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্যই করছেন বলে ধারণা তার সহকর্মীদের অনেকের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন