নিউজ ডেস্ক : ভারতকে অসহিষ্ণু দেশ বলে মনে করেন না আলোচিত বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিন। কেরল লিটেরারি ফেস্টিভ্যালে ‘অসহিষ্ণুতা’ নিয়ে একটি বিতর্কসভায় তসলিমা জানিয়েছেন তার এ মতামতের কথা। তিনি একেবারেই বিশ্বাস করেন না যে, ভারত ‘অসহিষ্ণু’ দেশ।
তসলিমা বলেন, ছদ্ম-ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে যে গণতন্ত্র গঠিত, তা সত্যিকারের গণতন্ত্র নয়। আমি মনে করিনা ভারত অসহিষ্ণু দেশ। এদেশের বহু মানুষই একে অপরের বিশ্বাসের প্রতি সহিষ্ণু। কিন্তু কিছু অসহিষ্ণু লোকজন থাকলেও এদেশের আইন অসহিষ্ণুতাকে সমর্থন করে না।
মৌলবাদের বিরুদ্ধে নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে তসলিমা জানিয়েছেন, সব ধর্মেই মেয়েদের বৈষম্যের অন্যতম কারণ হল মৌলবাদ। উল্লেখ্য তসলিমা ছাড়াও ওই অনুষ্ঠানে দেশি বিদেশি ১৫০ লেখক উপস্থিত ছিলেন ।