News71.com
 International
 08 Feb 16, 08:03 AM
 882           
 0
 08 Feb 16, 08:03 AM

ইরাকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে ৩০০ পুলিশ ও সেনাসদস্যকে হত্যা করল আইএস

ইরাকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে ৩০০ পুলিশ ও সেনাসদস্যকে হত্যা করল আইএস

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে ‌উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস ৩০০ জন পুলিশ ও সেনাসদস্যকে হত্যা করেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের মুখপাত্র মাহমুদ আস-সুরজি এ খবর নিশ্চিত করেছেন। এসব বক্তিকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করে হত্যা করেছে জঙ্গীরা। হত্যাকাণ্ডের শিকার এসব ব্যক্তির মধ্যে বেশিরভাগই পুলিশ ও সেনা সদস্য।

ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানায় জঙ্গী সংগঠন আইএসের সহযোগী মসুলে দায়েশ সন্ত্রাসীরা মানসিক চাপে রয়েছে এবং যেকোনো সময় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে জেগে উঠতে পারে বলে তারা আশংকা করছে। এ কারণে আরো বেশি আতংক ছড়ানোর জন্য গণভাবে এ হত্যাকান্ড চালিয়েছে তারা।

এর আগে, শনিবার এ সন্ত্রাসী গোষ্ঠী চুরির অপরাধে তিন কিশোরকে ডান হাতের কবজি কেটে দিয়েছে। অপ্রাপ্ত বয়স্ক ওই তিনজেনর হাত কাটার ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের তদন্ত ছাড়াই দায়েশের কথিত শরিয়া আদালত এ শাস্তি দিয়েছে।

সপ্রতি সময়ে এ সংগঠনটি সরকারি বাহিনীর হাতে বার বার পর্যুদস্ত হচ্ছে। গত শনিবার ইরাকি সেনাবাহিনীর হাতে আনবার প্রদেশে দায়েশের সামরিক কমান্ডার আবু লেইল নিহত হয়েছে। সেনা অভিযানে তার চার সঙ্গীও মারা গেছে। তার একদিন আগে আট সঙ্গীসহ শোয়াইব আবু মাজদ আল-কানানি নামে আরেক কমান্ডার নিহত হয়। এ সব ঘটনার পাল্টা হিসেবে তারা এই হত্যাকান্ড ঘটালো বলে মন করেন অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন