News71.com
 International
 09 Feb 16, 12:12 PM
 944           
 0
 09 Feb 16, 12:12 PM

অলৌকিক হলেও সত্য ঘটনা। ছয়দিন বরফ স্তুপে চাপা থেকেও জীবিত ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক হনুমান থাপ্পা।।

অলৌকিক হলেও সত্য ঘটনা। ছয়দিন বরফ স্তুপে চাপা থেকেও জীবিত ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক হনুমান থাপ্পা।।

আন্তর্জাতিক ডেস্ক : অলৌকিক হলেও সত্য ঘটনা। দীর্ঘ ছয়দিন বরফ স্তুপে চাপা থেকেও জীবিত আছেন ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক হনুমান থাপ্পা । প্রায় এক সপ্তাহ বরফের নিচে থাকার পর জীবিত উদ্ধার হওয়ায় ভারতীয় বাহিনীতে খুশির জোয়ার বইছে। প্রত্যাশা ল্যান্স নায়েক হনুমান থাপ্পার বেঁচে থাকার মত এমন আরও সংবাদ পাবেন তারা।

উল্লেখ্য বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র ভারত-পাকিস্তান সীমান্তবর্তী সিয়াচেন। গত বুধবার সিয়াচেনে এক আকর্ষিক তুষারধসে (হিমবাহের) ধ্বসের নীচে চাপা পড়েছিলেন ভারতীয় সৈনিক চৌকি। ১৯ হাজার ৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এ যুদ্ধ ক্ষেত্রের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রী । গত কয়েকদিন শত চেষ্টা করেও পরও প্রচন্ড খারাপ আবহাওয়ার কারনে উদ্ধার কর্মীরা সৈনিকদের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেন। তাদের সকলকে মৃত ঘোষনা করে ভারতীয় সেনাবাহিনী ।

ভারতীয় কর্নাটক রাজ্যের বাসিন্দা হনুমান থাপ্পা ১৯ মাদ্রাজ রেজিমেনট এ কর্মরত। সিয়াচেনে হনুমান থাপ্পা সহ ১০ জোয়ান সেনাবাহিনীর ব্যবহার্য সোনম হ্যলিপ্যাড পাহারার নিয়োজিত ছিল। গত বুধবার এক আকস্মিক তুষার ঝড়ে হনুমান থাপ্পা সহ তার সঙ্গী সকল সৈনিক নিঁখোজ হয়। মাইনাস ৪৫ ডিগ্রীর নিচে অবস্থিত এই স্থানে প্রায় ৮/১০ ফুট বরফের নিচে চাপা পড়ে । ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই নিরাপত্তা চৌকিটি পুরোপুরি তুষারের নীচে চলে যায়।”

এরপরই ভারতীয় সেনাবাহিনী আর বিমান বাহিনী সৈনিকদের সন্ধানে ‘লাইন অব কন্ট্রোলের’ কাছাকাছি অভিযান শুরু করে। কিন্তু সেনাবাহিনী তখন জানিয়েছেন, সেখানে কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই কম। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইটার বার্তায় সৈনিকদের জন্য শোকবার্তা জানিয়েছিলেন।

ভারতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ডের লে: জেনারেল ডি এস হডডা সংবাদ মাধ্যমকে জানিয়েছন ," এটা ছিল একটা অলৌকিক উদ্ধার অভিযান। নিঁখোজ হওয়া ১০ জনের মধ্য ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে হনুমান থাপ্পা বাদে বাকিরা সকলে মারা গিয়েছে।" তিনি জানান "গতকাল সকালে হনুমান থাপ্পাকে উদ্ধার করা হয়। সিয়াচেনে আকাশ যেখানে প্রায় ছোয়া যায় সেখানে জীবন মৃত্যুর এই লড়াইয়ে জয়ী ল্যান্স নায়েক হনুমান থাপ্পা। তার অবস্থা খুবই গুরুতর। আমরা আশা করছি, এই 'দৈবের বলে বেচে যাওয়ার ঘটনা' অব্যাহত থাকবে। আমাদের জন্য প্রার্থনা করুন।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন