News71.com
 International
 09 Feb 16, 12:51 PM
 855           
 0
 09 Feb 16, 12:51 PM

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যু।।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যু।।

নিউজ ডেস্ক : নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা মারা গেছেন। মৃত্যুতালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী কাঠমন্ডুতে তিনি মারা যান। আজ তার ডাক্তার কাবেরিনাথ যোগী এ কথা জানিয়ে বলেছেন, দিনি দীর্ঘদিন ধরে ব্রংকাইটিস রোগে ভুগছিলেন। গত সপ্তাহে তার নিউমোনিয়া ধরা পড়ে।

কাঠমান্ডুর টিচিং হসপিটালের সহযোগি অধ্যাপক যোগি আরো বলেন, তার চিকিৎসা চলছিল এবং গতকাল পর্যন্ত তার অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু স্থানীয় সময় গত রাত এগারোটার দিকে আকস্মিকভাবে তার অবস্থার অবনতি ঘটে। স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে তিনি মারা যান।

কৈরালা দেশটির অন্যতম বৃহত্তম দল নেপালি কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দীর্ঘপ্রতীক্ষিত সংবিধান প্রণয়নের কাজ শেষ এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ফিরিয়ে আনেন।

কৈরালার স্বাস্থ্য সবসময়ই খারাপ ছিল। ২০১৪ সালে ফুসফুস ক্যান্সারের জন্য তাকে রেডিওথেরাপি নিতে হয়। এছাড়া ১০ বছর আগে জিহ্বার ক্যান্সারের জন্যে তার অস্ত্রোপচার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন