News71.com
 International
 09 Feb 16, 02:36 AM
 964           
 0
 09 Feb 16, 02:36 AM

ভূমিকম্পের পর আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে তেলাপোকা আকৃতির রোবট।।

ভূমিকম্পের পর আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে তেলাপোকা আকৃতির রোবট।।

নিউজ ডেস্ক : ভূমিকম্পের পর আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে তেলাপোকা আকৃতির রোবট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা তেলাপোকা আকৃতির এ রোবটটি তৈরি করেছেন। যা ভূমিকম্পের পর আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

গবেষকরা বলছেন, পোকামাকড়ের মতোই এটি যেকোনো ধ্বংসস্তূপ বা ময়লার ভিতর দিয়ে যাতায়াত করতে পারবে। এটার সঙ্গে থাকা ক্যামেরা ধসে পড়া বাড়িগুলোর অলিগলিতে গিয়ে গিয়ে ছবি পাঠাতে পারবে। ফলে ভূমিকম্পের শিকার কোন এলাকায় মাটি বা ভবনের নীচে আটকে পড়াদের কি অবস্থা, তা সহজেই জানা যাবে। তেলাপোকার মতোই গুটি গুটি পায়ে এটি যেকোনো জায়গা বা উঁচুতে উঠেতে পারবে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের একটি জার্নালে এই আবিষ্কারের তথ্য প্রকাশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন