News71.com
 International
 09 Feb 16, 02:50 AM
 958           
 0
 09 Feb 16, 02:50 AM

আইএসে যোগদানের প্রস্তুতি নিচ্ছে ৩০ হাজার ভারতীয় যুবক ।। গোয়েন্দা রিপোর্টে চিন্তিত ভারত সরকার

আইএসে যোগদানের প্রস্তুতি নিচ্ছে ৩০ হাজার ভারতীয় যুবক ।। গোয়েন্দা রিপোর্টে চিন্তিত ভারত সরকার


আন্তর্জাতিক ডেস্ক : ৩০ হাজার ভারতীয় যুবক আইএসে (ইসলামিক স্টেট) যোগদানের প্রস্তুতি নিচ্ছে। এমনটাই খবর এসেছে ভারত সরকারের কাছে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো।প্যারিসে জঙ্গি হামলার পরপরই ভারতে আইএসের হামলার ব্যাপারে সতর্কবার্তা জারি করা হয়েছিল। আর এ সতর্কতা জারি অবস্হায় পাঠানকোট সামরিক বিমান ঘাটিতে হামলা জানিয়ে জঙ্গীরা জানান দিয়েছে তাদের সক্ষমতার কথা। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জঙ্গি মোকাবেলার ক্ষমতা দেশের নিরাপত্তা বাহিনীর রয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব কটি রাজ্যকে দেয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, লোন উল্ফ মডেল অর্থাৎ জনবহুল এলাকায় একা হামলা চালাতে পারে আইএস ভাবধারায় বিশ্বাসী যুবকরা। এ কারণে বিশেষভাবে সংখ্যালঘু যুব সমাজ আইএস ভাবধারায় প্রভাবিত হচ্ছে কিনা তাও নজরে রাখতে বলা হয়েছে। জানাগেছে ভারতে মোট ১২টি রাজ্যে আইএসের প্রভাব রয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র,পশ্চিমবঙ্গ,আসাম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই আইএসের প্রভাব সবচে' বেশি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আশংকার বিষয় প্রধানত দুটি। প্রথমত, আইএসের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ধর্মীয় সাম্রাজ্য গঠনের লড়াইতে অংশ নিতে ভারত ছেড়েছেন প্রায় দুই ডজন যুবক। এদের অর্ধেক সংঘর্ষে মারা গেছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। বহু যুবক যে ওই লড়াইতে অংশ নিতে সিরিয়া-তুরস্কে যেতে চান এমন প্রমাণও এসেছে তাদের কাছে। চলতি বছরে ১৭ জন যুবক কেবল তেলেঙ্গানা থেকে ও চারজন মহারাষ্ট্র থেকে তুরস্ক যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও তাদের শেষ মুহূর্তে আটকানো হয়েছে।

দ্বিতীয়ত, সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও, আইএসের ভাবধারা মুসলিম যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে তৎপর রয়েছে একাংশ। এদের অধিকাংশ শিক্ষিত, ইন্টারনেট ব্যবহারে দক্ষ। শিক্ষিত সমাজের এই অংশ বেশি চিন্তায় রেখেছে ভারত সরকারকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন