News71.com
 International
 10 Feb 16, 11:05 AM
 903           
 0
 10 Feb 16, 11:05 AM

সংযুক্ত আরব আমিরাতে শাসন ব্যবস্থায় সংস্কারের উদ্দোগ ।। সুখ-শান্তি এবং সহনশীলতা দেখতে বিশেষ মন্ত্রণালয়

সংযুক্ত আরব আমিরাতে শাসন ব্যবস্থায় সংস্কারের উদ্দোগ ।। সুখ-শান্তি এবং সহনশীলতা দেখতে বিশেষ মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে সংস্কারের অংশ হিসাবে সরকার 'সুখ-শান্তি' এবং 'সহনশীলতা' নিয়ে দুটো পৃথক মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন।উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম এর সরকার জাতীয় অনেক নীতি ঢেলে সাজাতে চাইছেন । ইতিমধ্যেই অভিনব এই দুই মন্ত্রণালয়ের জন্য দুজন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ মাকতুম নতুন মন্ত্রনালয় গঠন সম্পর্কে তার প্রতিক্রিয়ায় বলেছেন, সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে যাতে দেশের জনগণ খুশি থাকে, তৃপ্ত থাকে। এবং সহনশীলতা বিষয়ক মন্ত্রণালয়ের মুল কাজ হবে সহনশীলতাকে সংযুক্ত আরব আমিরাতের মৌলিক মূল্যবোধ হিসাবে প্রতিষ্ঠা করা।

এছাড়াও সরকারের অনেক কাজ বেসরকারি খাতের কাছে তুলে দেয়ার পরিকল্পনা করছেন আরব আমিরাতের এই প্রধানমন্ত্রী। সরকার ও রাষ্ট্র পরিচালনায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়াতে আগ্রহী তিনি। ইতিমধ্যেই ২২ বছরেরও কম বয়সী একজন নারী মন্ত্রীকে দিয়ে তিনি একটি যুব কাউন্সিল গঠন করছেন। এই কাউন্সিল বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন