নিউজ ডেস্ক : মালির কেন্দ্রীয় মোপতিতে এক মাইন বিস্ফোরণে দেশটির তিন সেনা নিহত হয়েছেন। জানাগেছে সেনাদের বহনকারী গাড়ি মাটিতে পেতে রাখা মাইনে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী মাইন পেতে রাখার দায় স্বীকার করেনি।
বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী মালিতে সক্রিয় রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বেশ কয়েকবছর ধরে। মালির উত্তরাঞ্চলে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত বিদ্রোহী-জঙ্গিরা মালিয়ান ও ফরাসি সেনাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।