News71.com
 International
 11 Feb 16, 12:45 PM
 1071           
 0
 11 Feb 16, 12:45 PM

নিজের সেনাবাহিনীর প্রধানকে মেরে ফেললেন উত্তর কোরিয়ার সর্বোচচ নেতা কিম জং উন ।। তার ঘনিষ্ঠরাও আতঙ্কে

নিজের সেনাবাহিনীর প্রধানকে মেরে ফেললেন উত্তর কোরিয়ার সর্বোচচ নেতা কিম জং উন ।। তার ঘনিষ্ঠরাও আতঙ্কে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কেরিয়ার সর্বোচচ নেতা কিম জং উন কাউকে বিশ্বাস করতে পারছেন না। নিজের নিরাপত্তা ও সেনাবাহিনীর উপর নিরঙ্কুশ প্রভাব থাকলেও তিনি সন্দিহান কাউকে মেনে নিতে পারেন না। কোন রকম পান থেক চুন খসলেই তার উপর নামে মৃত্যুর খাড়া । এভাবেই তিনি নিজের পরমাত্মীয় পিসেমশাই(ফুপা) সহ গত ৬ মাসে নিজ দেশের দুই সেনা প্রধানকে পর্যায়ক্রমে হত্যা করলেন। উত্তর কেরিয়ার কোন প্রশাসনিক সিদ্ধান্ত বাইরে না জানানোর কারনে এ বিষয়ে কোন সরকারি মতামত পাওয়া যায়নি। ফলে চরম হতাশা আর অজানা এক আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন কিমের ঘনিষ্টজনরাও। প্রচন্ড সন্দিহান এই নেতা মনে করেন নিহতরা সকলেই উপদল সৃষ্টি করে তাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছিলেন তারা। জানাগেছে কোরিয়ান পিপল’স আর্মির প্রধান জেনারেল রি ইয়ং-গিলকে পৃথক রাজনৈতিক গোষ্ঠী তৈরি এবং দুর্নীতির দায়ে গত সপ্তাহে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে । যদিও উত্তর কোরিয়া সরকারি ভাবে এ ব্যাপারে কিছু বলছে না। তবে গত এক সপ্তাহ ধরে রিং ইয়ংকে আর দেখা যাচ্ছে না । দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ নিউজ এ তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার তরফে এ বিষয়ে কোন মতামত দেয়া হয়নি।

উল্লেখ্য জেনারেল রি ইয়ং-গিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কিম যেখানে পরিদর্শনে যেতেন, সেখানেই তাঁর পাশে দেখা যেত রি ইয়ং গিলকে। কিন্তু ৭ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার বিতর্কিত দূরপাল্লার রকেট (মতান্তরে ক্ষেপণাস্ত্র) উৎক্ষেপনের সময় যে সব সরকারি কর্তারা উপস্থিত ছিলেন, সেই তালিকায় রহস্যজনক ভাবে জেনারেল রি ইয়ং-গিলের নাম ছিল না। শুধু সেনাপ্রধান নন, রি উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতৃত্বের অংশও ছিলেন। তবে কিম-এর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারা দিন কয়েক আগে যে বৈঠকে বসেছিলেন, তাতেও রি ইয়ং-গিলকে দেখা যায়নি বলে দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা সূত্রের খবর।

বাবা কিম জং-ইলের মৃত্যুর পর কিম জং-উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে বসেন। তার পর থেকে দল, সরকার এবং সেনাবাহিনীতে নিজের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে উন তাঁর বাবার ঘনিষ্ঠ বেশ কিছু নেতা এবং সেনা অফিসারকে বরখাস্ত করেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে খবর। ২০১৫-র মে মাসে তৎকালীন সেনাপ্রধান হিয়ং ইয়ং-চল-কেও কিম জং উন মৃত্যুদণ্ড দিয়ে দেন বলে খবর মিলেছিল। বিমান বিধ্বংসী কামান থেকে গোলা ছুড়ে তাঁকে মেরে ফেলা হয় বলে জানা যায়।

উত্তর কোরীয় সরকার দেশের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের খবর বাইরে বেরোতে না দেওয়ার নীতিতে বিশ্বাস করে। তাই সেই খবর সম্পর্কে পিয়ংইয়ং-এর স্বীকারোক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু জেনারেল হিয়ং ইয়ং-চলের মৃত্যুর খবর আসার পর থেকে তাঁকে কোনও সরকারি অনুষ্ঠানে দেখা যায়নি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহের গোড়াতেই জেনারেল রি ইয়ং-গিলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আলাদা রাজনৈতিক গোষ্ঠী তৈরি করে কিম জং-উনকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত করছিলেন জেনারেল রি— এমনই অভিযোগ এনে রি-কে প্রথমে পদচ্যুত করা হয়। তার পর মেরে ফেলা হয়। এর আগে ঠিক একই অভিযোগ এনে ওয়ার্কার্স পার্টির অন্যতম শীর্ষ নেতা তথা নিজের পিসেমশাইকে নৃশংস ভাবে হত্যা করেছিলেন কিম জং-উন।

জানাগেছে বর্তমানে উত্তর কেরিয়ার নেতা কিম জং-উন কাউকে বিশ্বাস করতে পারছেন না। তিনি সর্বদা নিরাপত্তার অভাব বোধ করছেন। দেশের সেনার উপর তাঁর নিরঙ্কুশ কর্তৃত্ব রয়েছে কি না, তা নিয়েও কিম সন্দিহান। তাই কাউকে বিন্দুমাত্র সন্দেহ হলেই, তাঁকে হত্যার আদেশ দিয়ে দিচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন