News71.com
 International
 11 Feb 16, 12:57 PM
 931           
 0
 11 Feb 16, 12:57 PM

যুক্তরাষ্ট্রের দমকল বাহিনীর দক্ষতায় সুউচ্চ ৭১ তলা থেকে পডে যাওয়ার সময় রক্ষা পেলেন দুই পরিচ্ছন্নতা কর্মী।

যুক্তরাষ্ট্রের দমকল বাহিনীর দক্ষতায় সুউচ্চ ৭১ তলা থেকে পডে যাওয়ার সময় রক্ষা পেলেন দুই পরিচ্ছন্নতা কর্মী।

আন্তর্জাতিক ডেস্ক : দমকল বাহিনীর দক্ষতায় সুউচ্চ ভবনের ৭১ তলা থেকে পড়ে যাওয়ার হাত থেকে উদ্ধার হলেন যুক্তরাষ্ট্রের দুই পরিচ্ছন্নতা কর্মী। টেক্সাসের হাউস্টোনের ৭৫ তলার বিশিষ্ট চেজ টাওয়ার নামের ওই উঁচু ভবনের জানালা পরিষ্কার করছিলেন তারা। তবে, সকাল সাড়ে দশটার দিকে তাদের বহনকারী মই ঠিকঠাক কাজ না করায় জীবন বিপন্নের আশংকা সৃষ্টি হয়।

এরপর স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীদের দীর্ঘ প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাদের নিরাপদে তুলে নেওয়া হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, উদ্ধার হওয়া দুই পরিচ্ছন্নতাকর্মী-ই সুস্থ আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন