আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছিন্নতাবাদী সংগঠন জৈশ- ই- মোহাম্মদ নেতা মাসুদ আজহার কে প্রতিরক্ষামুলক হেফাজতে( protective custody) নিয়েছে পাকিস্তান । পাকিস্তান অধ্যুষিত পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রীর সানাউলাহর বরাত দিয়ে প্রভাবশালী পত্রিকা ডন এ খবর প্রকাশ করেছে। উল্লেখ্য এই জঙ্গী নেতাকে আটক নিয়ে পাকিস্তান সরকার কৌশলী আচরন করছে। গতকাল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।
ভারতের পাঠানকোট এয়ারবেজ হামলার পর থেকে ভারত দাবী করে আসছিল হামলার সাথে জৈশ ই মোহাম্মদ জড়িত। মাসুদ আজহারকে হামলার মুল পরিকল্পনা কারী দাবী করে ভারত দাবী করে আসছিল তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের। ভারতের দাবী এবং আন্তর্জাতিক চাপের মুখে অনেকটা বাধ্য হয়ে অনেকটা তডিঘডি গত বুধবার জৈশ নেতা মাসুদকে আটক করে পাকিস্তান । বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয় জৈশের সকল কার্যক্রম ।
জৈশনেতা মাসুদকে আটকের পর তাদের অনলাইন নিউজ পোর্টাল আল-কালামে গত বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানকে হুমকি দেয়া হয়। এর পর থেকে পাকিস্তান সুর পরিবর্তন করতে থাকে । পাকিস্তানের আচরনে মাসুদকে আটক করা হয়েছে কি হয়নি তা নিয়ে যথেষ্ট ধোয়াসা তৈরি হয়। খোদ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সন্মেলন করে এ বিষয়ে কিছুই জানেন বলে জানান।এরই মধ্যে আজ পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রীর বরাত দিয়ে পাকিস্তানের বহুল প্রচারিত প্রভাবশালী পত্রিকা ডন জানায় মাসুদ আজহারকে প্রতিরক্ষামুলক হেফাজতে ( protective custody ) নেওয়া হয়েছে।
ডনের এই প্রতিবেদন নতুন করে আলোচনার ঝড় তুলেছে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে। অনেকে বলছেন মাসুদ আজহারের নিরাপত্তার কথা বিবেচনা করে পাকিস্তানের এই পদক্ষেপ। তাদের মতে লাদেনের মত মাসুদের জীবন বিপন্ন হতে পারে পাকিস্তানের ভু-খন্ডে এই আশংকা থেকে তাকে রক্ষা করার জন্য পাকিস্তান এই তৎপরতা দেখাচ্ছে। যদি তারা ভারতের দাবী মেনে আটক করে বিচারের মুখামুখি দাঁড় করাতে
চাইত তাহলে গ্রেফতার (arrest ) অথবা প্রতিরোধক হেফাজত ( preventive custody ) করা হত। পাকিস্তানের এই আচরন হতাশ করেছে ভারতকে।