News71.com
 International
 22 Jun 16, 10:31 AM
 492           
 0
 22 Jun 16, 10:31 AM

সিরিয়ার গুরুত্বপূর্ন শহর রাকা ফের আইএস এর দখলে।।

সিরিয়ার গুরুত্বপূর্ন শহর রাকা ফের আইএস এর দখলে।।

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র কয়েক দিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বাহিনীর কাছে হারানো সেই রাকা শহরের উত্তরাঞ্চলের ফের দখল নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক তথা আইএস। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, আইএস বাসার বাহিনীকে তাবকা থেকে ৪০ কি.মি. পেছনে হটাতে সক্ষম হয়েছে। সেখানে একটি বাঁধ ও একটি বিমানঘাঁটি রয়েছে।

এরপূর্বে, গত রবিবার সংবাদ মাধ্যমে বলা হয়, সরকারি বাহিনী ও তার মিত্ররা ওই বিমান ঘাঁটির ৭ কি.মি.-এর মধ্যে অবস্থান নিতে সক্ষম হয়। রাকা প্রদেশে অবস্থিত তাবকা বিমানঘাঁটি সরকারি বাহিনীর সর্বশেষ ঘাঁটি। বিশেষ ভাবে উল্লেখ্য যে, ২০১৪ সালের আগস্টে আইএস ওই অঞ্চল দখলে নেয়। তখন আইএস’র ভিডিওতে দেখানো হয়, আসাদ বাহিনীর আটক হওয়া সেনা সদস্য সবাইকে হত্যা করেছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন