News71.com
 International
 22 Jun 16, 11:37 AM
 520           
 0
 22 Jun 16, 11:37 AM

প্রবল বৃষ্টিপাতে জাপানে ভূমিধস, নিহত ৬  

প্রবল বৃষ্টিপাতে জাপানে ভূমিধস, নিহত ৬   

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের কারণে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন এক বিশ্ববিদ্যালয় ছাত্র। আজ বুধবার ওই এলাকায় বৃষ্টিপাতের মাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে বলেছেন, দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখানেই গত এপ্রিলে ভূমিকম্পের কারণে ৪৯ জন মৃত্যু হয়েছিল।

আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া এক নারী এনএইচকে-কে বলেন, 'আমাকে এতোটাই তাড়াহুড়া করতে হয়েছে যে,আমি গায়ের পোশাক ছাড়া কিছুই আনতে পারিনি।'

নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছে। কুমামুতো এলাকায় আশির দশকে তৈরি করা তাদের বাড়িটি মাটির নিচে চাপা পড়ে গেছে। আগে কয়েকটি এলাকায় মাত্র আধা ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, গত এপ্রিলে ভূমিকম্পের পর এ এলাকার ভূমি দুর্বল হয়ে পড়েছে। তাই প্রবল বৃষ্টিপাতের কারণে এখানে আরো ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন