News71.com
 International
 22 Jun 16, 01:36 PM
 546           
 0
 22 Jun 16, 01:36 PM

৩০ মিনিট মৃত, অতঃপর বেঁচে ফিরলো ১৪ বছরের বালক।।

৩০ মিনিট মৃত, অতঃপর বেঁচে ফিরলো ১৪ বছরের বালক।।

নিউজ ডেস্কঃ ৩০ মিনিট হৃদস্পন্দন সম্পূর্ণরূপে বন্ধ। মেডিকেলের ভাষায় যাকে কার্যত মৃত বলেই ধরে নিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করা হয়। কিন্তু এমন মৃত অবস্থা থেক বেঁচে ফিরে আসার ঘটনা অনেকটাই বিরল।

কিন্তু ব্যতিক্রমী কিছু ঘটনাও পরিলক্ষিত হয়। আর এমনই এক ব্যাতিক্রমী ঘটনা ঘটল সৌদি আরবে। ৩০ মিনিট হৃদপিণ্ড কোন রকম কাজ করছিল না, তারপরও হঠাৎ জীবিত হয়ে চলতে শুরু করে হৃদপিণ্ড। বিজ্ঞানের ভাষায় অনেকেই একে মেডিক্যাল মীরাকেল বলে থাকেন।

১৪ বছরের একটি বালক গাড়ি দুর্ঘটনার পর তাকে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে আইসিইউতে রাখার পর এই ঘটনার সম্মুখীন হন চিকিৎসকরা। এখন তার ওপর বিশেষ নজর রাখছে চিকিৎসকরা এবং গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন