News71.com
 International
 22 Jun 16, 01:40 PM
 509           
 0
 22 Jun 16, 01:40 PM

লিবিয়ায় ত্রিপলির নিকটে অদ্ভুত বিস্ফোরণ, নিহত ২৫

লিবিয়ায় ত্রিপলির নিকটে অদ্ভুত বিস্ফোরণ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় ত্রিপলির নিকটবর্তী স্থানে অদ্ভুত এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ২৫ জন মারা গেছে। বিস্ফোরণের কারণ স্পষ্ট না হলেও জানা যায়, একটি দোকানে সৃষ্ট হওয়া বিতর্ক ছড়িয়ে পড়ার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ত্রিপলির নিকটবর্তী মিসরাতা শহরের স্থানীয় লোকজনের সঙ্গে মিলিশিয়া যোদ্ধাদের সংঘর্ষে এ বিস্ফোরণ ঘটতে পারে বলা হয়। কিন্তু কোন পক্ষই এ হামলার কথা স্বীকার করছে না। দেশটির স্থানীয় কর্মকর্তারা বলেন, মিসরাতা শহরে একটি সামরিক ভাণ্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলেছেন, আতশবাজি বোঝাই একটি লরি বিস্ফোরিত হয়েছে।

আইএসের সঙ্গে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে লিবিয়ার মিলিশিয়া বাহিনী। পূর্বাঞ্চলীয় সিরতে শহরে চলা এই সংঘর্ষে সরকার সমর্থিত বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন