News71.com
 International
 22 Jun 16, 01:51 PM
 523           
 0
 22 Jun 16, 01:51 PM

৫০ কোটি মানুষ ব্যবহার করেন ইনস্টাগ্রামে

৫০ কোটি মানুষ ব্যবহার করেন ইনস্টাগ্রামে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৫০ কোটি মানুষ ব্যবহার করে থাকেন ছবি আদানপ্রদানের সাইট ইনস্টাগ্রাম। এদের মধ্যে ৮০ শতাংশের বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সাইটটিতে লগ-ইন করেন।

গতকাল(২১জুন)মঙ্গলবার এক বিবৃতে এই তথ্য বলেছে,ফেসবুক অধিকৃত ছবি শেয়ারের সাইটটি।গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছিলো।

 

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আরও বলেছেন, গত ২ বছরে তাদের ব্যবহারকারী দ্বিগুণ হয়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন ৩০ কোটি মানুষ সাইটটিতে প্রবেশ করে থাকেন।জনপ্রিয়তায় ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। বর্তমানে ৩০ কোটি মানুষ ব্যবহার করে থাকেন টুইটার। তবে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুকের চেয়ে যোজন যোজন পিছিয়ে রয়েছে ইনস্টাগ্রাম। বর্তমানে ১.৬ বিলিয়ন মানুষ ব্যবহার করেন ফেসবুক।

 

২০১২ সালে ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইনস্টাগ্রামকে কিনে নেয় ফেসবুক। ফেসবুকের অধিগ্রহণের পর নতুন নতুন ফিচার যোগ হতে থাকে ইনস্টাগ্রামে। এতে হু হু করে বাড়তে থাকে সাইটটির ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে সাইটি ব্যাবহার করছে ৫০ কোটি মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন