News71.com
 International
 22 Jun 16, 10:08 PM
 474           
 0
 22 Jun 16, 10:08 PM

ইরাকের ফাল্লুজায় বেসামরিক নাগরিকদের সহায়তা দেয়ার আহবান জাতিসংঘের ।।

ইরাকের ফাল্লুজায় বেসামরিক নাগরিকদের সহায়তা দেয়ার আহবান জাতিসংঘের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফাল্লুজায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চালানো অভিযানের কারণে পালিয়ে আসা বেসামরিক নাগরিকদের সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।

ফাল্লুজা পুনর্দখলে গত ২২-২৩শে মে ইরাকি বাহিনী ও জোটের অংশীদারদের পাল্টা অভিযানের সফলতাকে স্বাগত জানিয়েছে পরিষদের সদস্যরা। বাগদাদের পশ্চিমাঞ্চলে জিহাদিদের শক্ত ঘাঁটি ফাল্লুজা। এটি গত কয়েক মাস ধরে অবরুদ্ধ রয়েছে। আইএস ইতোমধ্যে নগরীর ৪৫ শতাংশের নিয়ন্ত্রণ হারিয়েছে। নগরীতে অভিযানের ফলে ৬০ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাজার হাজার পরিবারের কাছে কোন খাবার বা ঘুমানোর জায়গা নেই ।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, আগামী কয়েক সপ্তাহে বাস্তুচ্যুত মানুষের জন্য আরো ২০টি শিবির প্রয়োজন। আর তাৎক্ষনিক চাহিদা মেটাতে জরুরীভিত্তিতে ১৭ লাখ ৫০ হাজার ডলার প্রয়োজন। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া দেলাতরি। তিনি বলেন, সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখানোর বাধ্যবাধকতা মেনে চলা উচিত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন