News71.com
 International
 23 Jun 16, 01:27 AM
 515           
 0
 23 Jun 16, 01:27 AM

স্বঘোষিত ধর্মগুরু আশারামের সম্পত্তির পরিমাণ ২ হাজার ৩০০ কোটি টাকা

স্বঘোষিত ধর্মগুরু আশারামের সম্পত্তির পরিমাণ ২ হাজার ৩০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৩ সাল থেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেলে। এর মধ্যেই স্বঘোষিত ধর্মগুরু আশারামের নতুন কীর্তি সামনে এল। ভারতের আয়কর দপ্তর তদন্তে নেমে জেনেছে, তাঁর চ্যারিটেবল ট্রাস্টের আয়বহির্ভূত সম্পত্তির পরিমাণ ২ হাজার ৩০০ কোটি টাকা।


তার পরেই এই ট্রাস্টগুলোকে কর ছাড় বন্ধ করার সুপারিশ করে আয়কর দপ্তর। তদন্তে আরও জানা গেছে, আশারাম এবং তাঁর ভক্তরা রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, ফেয়ার, ফিক্সড ডিপোজিট, কিষাণ বিকাশপত্রে বেনামে বিনিয়োগ করেছেন।

মূলত কলকাতার ৭টি সংস্থার মাধ্যমে এই বিনিয়োগ করা হয়েছে। ভুয়া সংস্থাগুলোর মালিকানা আশারামের হাতেই রয়েছে। সেগুলো চালাত তাঁর ভক্তরা। টাকা ধার দেওয়ার কারবারও ধরেছিলেন আশারাম । ভক্তদের মাধ্যমে মাসিক ১ থেকে ২ শতাংশ সুদের হারে বিভিন্ন বিল্ডার এবং ব্যবসায়ীদের নগদে টাকা ধার দিতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন