News71.com
 International
 23 Jun 16, 12:29 PM
 491           
 0
 23 Jun 16, 12:29 PM

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত ও দেড় শতাধিক আহত

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত ও দেড় শতাধিক আহত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক জনগণ নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। সিরিয়ার রাকা নগরীতে স্থানীয় সময় বুধবার এই হামলা করে রাশিয়া।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানায়, নিহতদের মধ্যে ৬ শিশুও রয়েছে। সিরিয়ায় আসাদ বাহিনীকে পিছনে হটাতে বাধ্য করার একদিন পরই এ হামলা চালায় রাশিয়া। আইএস কৌশলগত শহর তাবকাতে নিজেদের অবস্থান নিয়ে নেয়। ওই অঞ্চলে একটি পানির বাঁধ ও বিমানঘাঁটি রয়েছে।

পর্যবেক্ষণকারী দলের মতে, আসাদ বাহিনী ও তার মিত্ররা ওই বিমানঘাঁটির ৭ কি.মির মধ্যে সরে এসেছে। ২০১৪ সালে আইএস রাকা দখল করার আগ পর্যন্ত তাবকা বিমানঘাঁটিটি সর্বশেষ আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকা বিমানঘাঁটি ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন