News71.com
 International
 23 Jun 16, 12:31 PM
 1029           
 0
 23 Jun 16, 12:31 PM

ভারতের মন্দিরে মুসলিম ভাইদের সম্মানে ইফতার পার্টি।।

ভারতের মন্দিরে মুসলিম ভাইদের সম্মানে ইফতার পার্টি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মায়াপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসেও (ইসকন) এবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ইস্কনের গীতা ভবন চত্ত্বরে এই ইফতারর আয়োজন করা হয়।

অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রতিষ্টিত ইস্কনের অর্ধশত বর্ষপূর্তি উপলক্ষে এই ইফতারের আয়োজন করে ইস্কন কর্তৃপক্ষ। ইফতারের আগে একটি নামাজও আদায় করা হয় সেখানে। এরপর মায়াপুরের সন্নাসীরা ইফতারে উপস্থিত প্রত্যেককে খাওয়ার পরিবেশন করেন।

ইস্কনের জনসংযোগ কর্মকর্তা এইচ.বি. জগধাত্রী প্রভু জানান, 'এদিনের ইফতারে মায়াপুর বামনপুকুর পঞ্চায়েত ১ এবং ২’এর নির্বাচিত মুসলিম প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় একাধিক মসজিদ ও একটি মাদ্রাসার ইমাম, সভাপতি, সচিব, পঞ্চায়েত সমিতির সদস্যরাও অংশ নিয়েছিলেন।

জগধাত্রী প্রভু আরও জানান, ‘২০১৬ সালে জগন্নাথ রথ যাত্রা এবং ঈদ একই দিনে পড়েছে। সেদিকে তাকিয়েই সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও বিশ্বাসের বার্তা ছড়িয়ে দিতেই এই ইফতার সমাবেশের আয়োজন করা হয়।'

Comments

Gopal Ray

2022-09-15 07:48:44 PM


NEWS 71 is the best

নিচের ঘরে আপনার মতামত দিন