News71.com
 International
 23 Jun 16, 12:32 PM
 463           
 0
 23 Jun 16, 12:32 PM

মাদাগাস্কারে ডাকাতদের হামলা, নিহত ৩১

মাদাগাস্কারে ডাকাতদের হামলা, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে ডাকাতদের হামলায় একটি বুশ ট্যাক্সির ৩১ আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে। সিনহুয়া বলছে, ট্যাক্সিটিতে ৩২ জন যাত্রী ছিলেন। এটি মাদাগাস্কারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টলিয়ারা থেকে বেরোরোহায় যাচ্ছিল।

মাদাগাস্কারের কমান্ড অব ন্যাশনাল জনডামেরি ড্যানিয়েল রামিয়ান্দ্রিসোয়া বলেন, 'ডাকাতদের ২০ জনের একটি দল রাস্তায় প্রতিরোধক ফেলে বুশ ট্যাক্সিটি আটকে দেয়। ট্যাক্সিটির চালক পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু ডাকাতরা পিছনের চাকায় গুলি করে এবং এতে ট্যাক্সিটি উল্টে যায়।'

নিহতদের মধ্যে ১০ জন শিশুও আছে। হামলা থেকে মাত্র একজন বেঁচে যায়।কিন্তু তারপরও গেলেও গুরুতর আহত হয়েছেন। পালিয়ে যাওয়ার আগে ডাকাতরা প্রায় ২ হাজার ডলার সমপরিমাণ অর্থ লুট করে নিয়ে যায় বললেন রামিয়ান্দ্রিসোয়া।

এই ট্র্যাজেডির কয়েকঘণ্টা আগে একই অঞ্চলে এই ডাকাতরাই একটি সেনা বহনকারী একটি গাড়িতে হামলা চালায় বলেছেন রামিয়ান্দ্রিসোয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন