আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য হাওয়াইয়ে দুটি হলিকপ্টার দুর্ঘটনার স্বীকার হয়েছে। হেলিকপ্টার দুটি নৌবাহিনীর ছিল বলে জানা যায়। হেলিকপ্টার দুটিতে ৬ জন করে মোট ১২ জন আরোহী ছিলেন। তারা সকলেই মারা গেছে বলে আশঙ্কা করা যাচ্ছে।
জানাগেছে বৃহস্পতিবার সহানীয় সময় মধ্যরাতে হাওয়াইয়ের ওয়াহু দ্বীপ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আজ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন কোস্ট গার্ডের সদস্যরা। দূর্ঘটনার স্হান , ঘটনাস্থল - ধ্বংসস্তূপ চিহ্নিত করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল। সংঘর্ষে জড়ানো হেলিকপ্টার দু’টি মেরিন কর্পস্ এয়ার স্টেশন ক্যানেওয়ে বে’র বলে জানা গেছে।
উদ্ধার কার্যক্রমে কোষ্ট গার্ডের পাশাপাশি নৌবাহিনী ,হনললু ফায়ার সার্ভিসের একটি করে হেলিকপ্টার ও উদ্ধারকারী নৌকা কাজ করছে বলেও জানা গেছে।