News71.com
 International
 07 May 21, 11:02 PM
 343           
 0
 07 May 21, 11:02 PM

ব্রাজিলে বস্তিতে মাদকবিরোধী অভিযানে নিহত ২৫।।

ব্রাজিলে বস্তিতে মাদকবিরোধী অভিযানে নিহত ২৫।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রিও ডি জেনেরিও বস্তি এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছে ২৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুজন মেট্রোযাত্রী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ মে) এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

 

রিও ডি জেনেরিও হাসারেইজিনহো এলাকায় একটি বস্তিতে পুলিশ অভিযান চালায়। ওই বস্তিতে মাদক পাচারকারীরা শিশুদের নিয়োগ দিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। যে দলটির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল সেটি মাদকপাচার, ছিনতাই, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ব্রাজিলের সবচেয়ে সহিংস রাজ্য হচ্ছে রিও ডি জেনেরিও। রাজ্যের একটি বিশাল অঞ্চল অপরাধী চক্রের নিয়ন্ত্রণে। এ চক্রগুলোর সঙ্গে শক্তিশালী মাদক পাচারকারী গ্রুপগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন