News71.com
 International
 21 Jul 21, 10:54 PM
 305           
 0
 21 Jul 21, 10:54 PM

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের॥

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যক্তিগত ফোন কল রেকর্ড ইস্যুকে কেন্দ্র করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে এখন বেকারত্বের প্রথম অবস্থায় পৌঁছে গেছে। একইভাবে দরিদ্র মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতবর্ষে। মঙ্গলবার (২০ জুলাই) আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা অধ্যাপক মানিক দেব এই অভিযোগ করেন। গত ৭০ বছরের মধ্যে ভারতের অর্থনীতি সবচেয়ে বিপর্যন্ত অবস্থায় রয়েছে বর্তমান সময়ে। পাশাপাশি তিনি বর্তমান সময়ের ভারতজুড়ে প্রবল বিতর্ক সৃষ্টিকারী রাষ্ট্রকর্তৃক দেশের সবক’টি বিরোধীদলের নেতা এবং বিশেষ সাংবাদিকদের ফোন স্টেপ করার যে অভিযোগ উঠেছে এই বিষয়ে কথা বলেন। এ ঘটনার দায়ভার স্বীকার করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ ও এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন