আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে শহরটির ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েননি।
কিন্তু স্থানীয় সংবাদপত্রগুলো বলছে, সম্ভবত ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছেন। ভবনটির অবস্থান ইস্তাম্বুলের কেন্দ্রীয় জনপ্রিয় এলাকায় । জানা গেছে ভবনটির প্রথমতলায় একটি ক্যাফেটেরিয়া ছিল। দমকল বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
জানাগেছে বেশ কিছুদিন আগেই কতৃপক্ষ ভবনটি খালি করে ফেলে । মুল ভবনটি খালিই ছিল। কিন্তু প্রবেশমুখের দোকানগুলো চালু ছিল।”