News71.com
 International
 14 Feb 16, 12:59 PM
 813           
 0
 14 Feb 16, 12:59 PM

নাইজেরিয়ায় জঙ্গীগোষ্ঠি বোকো হারামের হামলায় ৩০ জন নিহত ।। ২৬ লাখ মানুষ গৃহছাড়া

নাইজেরিয়ায় জঙ্গীগোষ্ঠি বোকো হারামের হামলায় ৩০ জন নিহত ।। ২৬ লাখ মানুষ গৃহছাড়া

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় দুইটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সংগঠনটির তাণ্ডবে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইয়াকশিয়ার ও কাচিফা এলাকায় শুক্র ও শনিবার জঙ্গি সংগঠনটির সদস্যরা হামলা চালায়। এ সময় তারা গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালায় ও ছুরি দিয়ে হামলা করে। তাদের এ হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানা গেছে।

এ সময় বোকো হারাম সদস্যরা গ্রামবাসীর অনেক মূল্যবান জিনিস ও গৃহপালিত পশু লুটে নেয়। দুটি গ্রামে হামলার পেছনে সংগঠনটির একই সদস্যরা জড়িত বলেও জানা গেছে। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় উত্থানের পর জঙ্গি সংগঠনটি দেশটিতে অন্তত ১৭,০০০ মানুষকে হত্যা করেছে। এছাড়া তাদের তাণ্ডব থেকে বাঁচতে অন্তত ২৬ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন